1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে গোসলে নেমে ফটোগ্রাফার নিখোঁজ - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ আনারস প্রতীকের বিরুদ্ধে মোটর সাইকেল প্রার্থী নুরুল আবছারের কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু মেরিন ড্রাইভ প্রশস্তকরণ প্রকল্পে কাটা পড়বে সাড়ে ৬ হাজার গাছ মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের দেওয়া হয়েছে শামসুল হক ফাউন্ডেশনকে: হারুন কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে মুখোমুখি হেভিওয়েট দুই প্রার্থী : এগিয়ে নুরুল আবছার সম্পদ অর্জনে এগিয়ে মুজিব, বাড়িঘর নেই আবছারের! রাখাইনে বর্ডার গার্ড হেডকোয়ার্টার দখল আরাকান আর্মির কক্সবাজার জেলা কারাগারের বর্তমান চিত্র কক্সবাজার সদরে ভোট যুদ্ধে এগিয়ে নুরুল আবছার উপজেলা নির্বাচনে বিএসপি দলীয় ভাবে অংশ না নিলেও ভোট করতে ইচ্ছুক প্রার্থীদের সমর্থন করবে

কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে গোসলে নেমে ফটোগ্রাফার নিখোঁজ

  • আপলোড সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

কক্সবাজার ৭১ ডেস্ক:

কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে গোসলে নেমে এক ফটোগ্রাফার নিখোঁজ হয়েছে। মোহাম্মদ সাগর (১৭) নামের ওই ফটোগ্রাফারের বাড়ি উখিয়ার কাস্টমস এলাকায়।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুই ফটোগ্রাফার বন্ধু ইয়াছিন আরাফাত (১৮) ও মোহাম্মদ সাগর (১৭) সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে গোসল করতে করতে সীগাল পয়েন্টে আসলে হঠাৎ ঢেউ এসে ডুবিয়ে নেয় দু’জনকে।

সাগর থেকে ওয়াটার বাইক (জেট স্কি) চালক মোহাম্মদ ইউনুস ইয়াছিন আরাফাতকে জীবিত উদ্ধার করে নিয়ে আসতে পারলেও সাগরকে তুলে আনা সম্ভব হয়নি। ওয়াটার বাইক চালক বলেন, আমি পর্যটক নিয়ে ওয়াটার বাইক রাইড দেওয়ার সময় ওদের ডুবে যেতে দেখে একজনের হাত ধরতে পারলেও আরেকজনকে ধরা সম্ভব হয়নি। একজনকে উদ্ধার করে পাড়ে নিয়ে এসে আরেকজনকে উদ্ধার করতে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

জীবিত উদ্ধার হওয়া ফটোগ্রাফার ইয়াছিন আরাফাত বলেন, আমরা দুই বন্ধু সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে আস্তে আস্তে সীগাল পয়েন্টে চলে আসি। হঠাৎ একটি গর্তে পড়ে আমরা দু’জন ডুবে যাই। আমাকে ওয়াটার বাইক চালক উদ্ধার করতে পারলেও আমার বন্ধু এখনো নিখোঁজ।

নিখোঁজ সাগরকে খুঁজতে সি সেইফ লাইফগার্ডের কয়েকটি টিম সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে কাজ করছে বলে জানান সিনিয়র লাইফগার্ড জয়নাল আবেদীন ভুট্টো। তিনি বলেন, আমরা নিখোঁজের সংবাদ শুনে তখনই ওই জায়গায় খুঁজাখুঁজি করি কিন্তু সন্ধান পায়নি। আমরা এখনো সন্ধান চালিয়ে যাচ্ছি।

আরেক লাইফগার্ড মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আমি সাগরের অনেক গভীরে চলে গিয়েছিলাম খুঁজতে কিন্তু পায়নি। যখন নিখোঁজ হচ্ছিলো তখন একটি রিফকারেন্ট সৃষ্টি হয়েছিলো সেটাই উনাকে গভীরে নিয়ে গেছে হয়তো।

নিখোঁজ মোহাম্মদ সাগরের চাচা মোহাম্মদ আলম বলেন, আমি ঘটনা শুনার পরপরই ঘটনাস্থলে আসলাম। আমিও নিজেও সৈকতে ফটোগ্রাফি করি। আমরা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাই আমার ভাইপোকে খুঁজে পেতে।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

ডাঃ কবীর উদ্দিন আহমদ

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR