1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
নাইক্ষ্যংছড়িতে বিজয় দিবস উপলক্ষে ১১ বিজিবির শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
সোমবার, ২০ মে ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
কক্সবাজারে সুযোগসন্ধানীর ফাঁদে ব্যয় বাড়ছে রোগীর কক্সবাজারে ভাড়ায় বাণিজ্যিক ট্রেন চালাবে রেলওয়ে ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড় কক্সবাজারে বিচার বিভাগের বিশ্রামাগার উদ্বোধন করলেন প্রধান বিচারপতি কক্সবাজার এক্সপ্রেসের বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন ভাসানচর থেকে দলে দলে পালাচ্ছে রোহিঙ্গারা বান্দরবান-টেকনাফ-উখিয়া সীমান্তের সন্ত্রাস ঠেকাতে কঠোর হওয়ার তাগিদ উখিয়ার ইনানীতে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র টেকনাফ শাহপরীর দ্বীপে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক উখিয়া ও টেকনাফ থেকে পুলিশ উদ্ধার করেছে জার্মানের তৈরি জি থ্রি রাইফেল, শুটার গান ও ৯২ রাউন্ড রাইফেলের গুলিসহ ৫ জন গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে বিজয় দিবস উপলক্ষে ১১ বিজিবির শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান

  • আপলোড সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ জন দেখেছেন

মহান বিজয় দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি (১১ বিজিবি)র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১১বিজিবি)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র ফুলতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা ফুলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২৫০জন অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।এ সময় ৩৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।এ কর্মসূচির উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় বিজিবি অধিনায়ক বলেন,দেশের সীমান্ত রক্ষা ছাড়াও জনসাধারণের যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময়ই মানবিকতার সঙ্গে কাজ করে আসছে।এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলার অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। যাতে এই শীতে শীতার্তদের মাঝেও একটু হলেও উষ্ণতার আমেজ ছড়িয়ে যায়। এছাড়াও গরিব অসহায় দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১বিজিবি’র) ২৫০জন গরীব,দু:স্হ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ ও মেডিক্যাল টিমে ৩৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।এ সময় নাইক্ষ্যংছড়ি (১১ বিজিবি) ব্যাটলিয়নের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ২০২২ সালে বিভিন্ন সময়ে মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে সর্বমোট ২ হাজার ১২জন পাহাড়ী-বাঙ্গালী গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী বিতরণ করেছে।
এছাড়াও ১হাজর ১শ ৩ জন দুঃস্থ ও অসহায় শীতার্ত পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।নাইক্ষ‍্যংছড়িতে বিজিবি ব‍্যাটালিয়ন প্রতিষ্টার পর থেকে পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে বিভিন্ন প্রকার সহযোগিতা করে করে আসছে বলে জানা গেছে।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

ডাঃ কবীর উদ্দিন আহমদ

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR