রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

এবার হিফজুল কোরআন প্রতিযোগীতায় ১ম বিভাগে উত্তীর্ণ উখিয়ার মোহাম্মদ নুর প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

হুফফাজুল কোরআন সংস্হা বাংলাদেশ কক্সবাজার জেলা হিফযুল কোরআন প্রতিযোগিতায় ১ম বিভাগে উত্তীর্ণ হয়েছে মোহাম্মদ নুর।

শনিবার (১৪ জানুয়ারী) অত্র সংস্হার আয়োজনে অনুষ্ঠিত মোহাম্মদ নুর এ গৌরবান্বিত বিজয় অর্জন করেন।

মোহাম্মদ নুর উখিয়ার শীলের ছড়া গ্রামের আব্দুর রহিমের সন্তান ও দারুল কোরআন ইবতেদায়ী মাদ্রাসা,মোহাম্মদ আলীর ভিটা, উখিয়া কক্সবাজার’র ছাত্র।

তিনি এর আগে হাজির পাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত হিফযুল কোরআন প্রতিযোগীতা ২০২৩ ইং এ অংশগ্রহণ করে কৃতিত্বের সহিত ৩য় স্হান অধিকার করেন।

কুরআনের পাখি মোহাম্মদ নুর আগামী দিনে বিভাগ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরবের সাথে উন্নীত হতে পারে সে বিষয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার ও মাদ্রাসার কর্তৃপক্ষ।