বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবি কর্তৃক মালিক বিহীন বার্মিজ সিগারেট ও বিয়ার ( মদ)আটক করা হয়েছে।
শুক্রবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ রেজুআমতলী বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে মগঘাট রাবার বাগান এলাকা নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায়৬০০ প্যাকেট মিয়ানমারের তৈরি Hongtashan সিগারেট
৪৫ ক্যান বিয়ার পরিত্যক্ত অবস্থায় টহল রত বিজিবি দল আটক করে বলে সুত্রে জানা গেছে।
ধারণা করা হচ্ছে স্থানীয় চোরাকারবারী সিন্ডিকেটের সদস্যরা পাশ্ববর্তী মিয়ানমার থেকে স্থানীয় প্রশাসনের তৎপরতাকে ফাঁকি দিয়ে অবৈধভাবে উক্ত সিগারেট এবং বিয়ার গুলো দেশের অভ্যন্তরে এনে মজুদ করে অন্যত্র পাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।