বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার বাংলাদেশে, নিহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জলপাইতলীতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে ২ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এদের মধ্যে এক নারী ও একজন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। র‌্যাব-১৫ উপ অধিনায়ক (মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
নিহত বাংলাদেশির নাম হোসনে আরা বলে জানা গেছে।

এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । এদের মধ্যে আরও সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উখিয়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বিজিবির তত্ত্বাবধানে কক্সবাজার সদর হাসপাতালে এ পর্যন্ত ৯ জনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে দুজন এবং সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে সাতজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে কঠোর নিরাপত্তায় তাদের সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না গণমাধ্যমকর্মীদের।