1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
শহরের বড় বাজার রোড়ে আদালতের আদেশ অমান্য করে দোকান বসিয়েছে প্রভাবশালীরা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কক্সবাজারে সুযোগসন্ধানীর ফাঁদে ব্যয় বাড়ছে রোগীর কক্সবাজারে ভাড়ায় বাণিজ্যিক ট্রেন চালাবে রেলওয়ে ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড় কক্সবাজারে বিচার বিভাগের বিশ্রামাগার উদ্বোধন করলেন প্রধান বিচারপতি কক্সবাজার এক্সপ্রেসের বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন ভাসানচর থেকে দলে দলে পালাচ্ছে রোহিঙ্গারা বান্দরবান-টেকনাফ-উখিয়া সীমান্তের সন্ত্রাস ঠেকাতে কঠোর হওয়ার তাগিদ উখিয়ার ইনানীতে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র টেকনাফ শাহপরীর দ্বীপে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক উখিয়া ও টেকনাফ থেকে পুলিশ উদ্ধার করেছে জার্মানের তৈরি জি থ্রি রাইফেল, শুটার গান ও ৯২ রাউন্ড রাইফেলের গুলিসহ ৫ জন গ্রেফতার

শহরের বড় বাজার রোড়ে আদালতের আদেশ অমান্য করে দোকান বসিয়েছে প্রভাবশালীরা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

  • আপলোড সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২০৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক
কক্সাবাজার শহরের ব্যস্ততম এলাকা বড় বাজার রোড়ে এ ছালাম মার্কেটের পার্শ্ববর্তী দীর্ঘদিনের বিরোধীয় জমিতে আদালতের আদেশ অমান্য করে দোকান খুলে বসেছে প্রভাবশালী কৃষ্ণ মেনন ধর ও তাদের সাঙ্গ-পাঙ্গরা। দীর্ঘদিনের বন্ধ থাকা দোকান খুলে দেয়াকে কেন্দ্র করে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রভাবশালী দখলবাজদের রোষানল থেকে দোকানসহ অন্যান্য বেদখলীয় স্থাপনা মুক্ত করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন জমির প্রকৃত মালিক অসহায় গুণধরসহ অপরাপর অংশীদাররা। ইতোমধ্যে তদন্ত পুর্বক দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহন করে দখলবাজদের কবল থেকে দোকানসহ অন্যান্য স্থাপনা মুক্ত করতে সদর মডেল থানায় জমি মালিকদের পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মৃত অনিল বরণ ধরের পুত্র গুণাকর ধর(৬৫)। এতে মৃত অনিল ধরের পুত্র কৃষ্ণ মেনন ধর(৫৫), তার স্ত্রী রুবী রানী ধর ও ছেলে জুয়েল কুমার ধর(৩২)সহ আরও অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ও বিবাদীরা সম্পর্কে ভাই, ভাতিজা ও ভাইয়ের স্ত্রী। এবং বিরোধীয় দোকানসহ অন্যান্য স্থাপনা উভয়ের পৈত্রিক মালিকানাধীন সম্পত্তি। পৈত্রিক সম্পত্তিতে সকলের সমান অধিকার থাকা সত্বেও এলাকার প্রভাবশালী ও দখলবাজ এবং প্রচলিত আইন অমান্যকারী কৃষ্ণ মেনন ধর, তার স্ত্রী-পুত্রসহ বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে কয়েক বছর আগে রাতের আধাঁরে পৈত্রিক সম্পত্তি একাই ভোগদখল করার কুমানসে হামলা ও ভাংচুর চালিয়ে অনধিকার প্রবেশ করে। পরবর্তীতে পৈত্রিক সম্পত্তির অপরাপর শরীকদার মৃত মতিলাল ধরের পুত্র বিশ্বজিৎ ধর, দেবাশীষ ধর, তপাশীষ ধর ও শুভাশীষ ধর বাদী হয়ে দখলবাজ ও আইন অমান্যকারী কৃষ্ণ মেনন ধর গংদের বিবাদী করে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা মতে এম আর মামলা করেন। মামলা নং-৩৪৭/২০১৯ইং। বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষীতে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবর-দখলবাজদের কাছ থেকে দখল মুক্ত করে বিরোধীয় দোকান বন্ধ করে দেন এবং উভয় পক্ষকে যে কোন ধরনের অনধিকার প্রবেশ করা থেকে আদালতের আদেশ মোতাবেক বারিত থাকার নির্দেশনা প্রদান করেন। এমনকি বিজ্ঞ আদালত ১ডিসেম্বর ২০২১ইং সার্বিক বিষয়ে প্রতিবেদন, যুক্তিতর্ক আমলে নিয়ে আদালতের সার্বিক বিচারে নালিশী জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন এবং পক্ষগণকে সংশ্লিষ্ট আদালতে যাওয়ার পরামর্শ প্রদান করেন। কিন্তু আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযুক্ত কৃষ্ণ মেনন ধর পুনঃরায় ভাড়াটিয়া দিয়ে দোকান খুলে বসে। এ ব্যাপারে অভিযুক্ত কৃষ্ণ মেনন ধরের মুঠোফোনে জানতে চাইলে অপর প্রান্ত থেকে তাহার ছেলে পরিচয় দিয়ে একজন বলেন, বিরোধীয় দোকানসহ অন্যান্য স্থাপনা আগে থেকেই আমাদের দখলীয় এবং পৈত্রিক সম্পত্তি হিসেবে আমরা ভোগদখলে আছি। মডেল থানার উপ পরিদর্শক হেলাল উদ্দিন মুঠোফোনে জানান, আদালতের নির্দেশনা আমরা বাস্তাবায়ন করেছি। যতটুকু জানি মামলাটি নিষ্পত্তি হয়েছে। এর পরেও কোন ভুক্তভোগী অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

ডাঃ কবীর উদ্দিন আহমদ

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR