বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১৮ হাজার টাকার চোলাই মদসহ ১ মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাগজীখোলা ফাঁড়ি পুলিশ। শনিবার রাতে পুলিশ তাকে এসব মদসহ গ্রেপ্তার করেন । গ্রেপ্তার হওয়া মদ ব্যবসায়ীর নাম- মোঃ রেজাউল করীম প্রকাশ রেজাইয়া (৩০)। সে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়া ৩নং ওয়ার্ডের আনু মিয়ার ছেলে। আটককৃত ৬০ লিটার মদের মূল্য প্রায় ১৮ হাজার টাকা।
থানা’র ওসি তদন্ত শরীফ ইবনে আলম জানান,নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর সার্বিক নির্দেশনায় বাইশারী কাগজিখোলা ফাঁড়ি পুলিশের এসআই আজিজুর রহমান, এএসআই লিংকনসহ একদল পুলিশ নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী ইউনিয়নের ক্যাঙ্গারবিল ব্রিজ সংলগ্ন পাকা রাস্তায় এলাকা এ অভিযান পরিচালনা করেন।
নাইক্ষ্যংছড়ি থানা’র চৌকস অফিসার ইনচার্জ( ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আমাদের সদস্য গন কাজ করছে। গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তাকে জেলে পাঠানো হয়েছে। তিনি আরো জানান উপজেলায় মাদকমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে।
ডিসি৭১/২১-এমইউনয়ন