1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
কক্সবাজারের তিন উপজেলায় কে কোন প্রতীক পেলেন - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
শনিবার, ০৪ মে ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

কক্সবাজারের তিন উপজেলায় কে কোন প্রতীক পেলেন

  • আপলোড সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:
আগামী ৮মে সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল)।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এ প্রতীক বরাদ্দের ঘোষণা দেওয়া হয়।
তফশীল অনুযায়ী ২৩ এপ্রিল ছিলো প্রথম ধাপের উপজেলাসমূহে প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সদর উপজেলা
সদর উপজেলায় চেয়ারম্যান পদে নুরুল আবছার পেয়েছেন মোটর সাইকেল প্রতীক, কায়সারুল হক জুয়েল পেয়েছেন দোয়াত কলম এবং মুজিবুর রহমান আনারস প্রতীক পেয়েছেন।
সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী রশিদ মিয়া। এক্ষেত্রে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপিকা রুমানা পেয়েছেন ফুটবল প্রতীক, চম্পা উদ্দিন পেয়েছেন কলস প্রতীক।
মহেশখালী উপজেলা
মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে হাবিব উল্লাহ হাবিব (টুপি), গোলাম কুদ্দুস চৌধুরী (মোটর সাইকেল) জয়নাল আবেদীন (দোয়াত কলম), শরীফ বাদশা (আনারস), আব্দুল্লাহ আল নিশান (চিংড়ি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আবু ছালেহ (বই), জাহেদুল হুদা (চশমা), মিফতাহুল করিম বাবু (মাইক), মঈন উদ্দীন তোফায়েল (উড়োজাহাজ), এড. শাহাজাহান পারুল (তালা) প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা কাজল (কলস), মিনুয়ারা মিনু (ফুটবল), জাহানারা বেগম (প্রজাপতি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এদিকে প্রতীক বরাদ্দের পর নিয়ম অনুযায়ী প্রার্থী ও প্রার্থীর কর্মী সমর্থকরা প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট কামনা করছেন। পোস্টার ব্যানার ফেস্টুনও লাগানো শুরু হয়েছে। এক কথায় জমে উঠতে শুরু করেছে নির্বাচনের পরিবেশ।
মহেশখালী উপজেলায় মোট ২৫৭৪৫৮ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ১৩৭৮৯০ জন পুরুষ ভোটার এবং ১১৯৫৬৮ জন মহিলা ভোটার রয়েছে।
কুতুবদিয়া উপজেলা
কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান পদে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম পেয়েছেন ঘোড়া এবং আছহাব উদ্দিন সিকদার পেয়েছেন আনারস প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক আকবর খাঁন পেয়েছেন উড়োজাহাজ প্রতীক, যুবলীগ নেতা জুনাইদুল হক পেয়েছেন চশমা এবং আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার পেয়েছেন বই প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছৈয়দা মেহেরুন্নেছা পেয়েছেন ফুটবল প্রতীক, হাসিনা আক্তার পেয়েছেন কলস প্রতীক।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

ডাঃ কবীর উদ্দিন আহমদ

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR