বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
ডাচ ফুটবল নন্দন টিকিটাকা। যা জনপ্রিয় হয়েছিল স্পেনের মাধ্যমে। সেটা ২০১০ বিশ্বকাপে। ফুটবলাররা যেন মনের আনন্দে বল পাস করতেন। এক যুগ পর কাতার বিশ্বকাপে তারা নিজেদের প্রথম ম্যাচে যেন মনের আনন্দে গোল দেওয়ায় মেতে উঠেছিল। কোস্টারিকার জালে ছুটিয়েছিল গোলের বান।
‘ই’ গ্রুপের এই ম্যাচটিতে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। স্পেনের গোল উৎসবের এ রাতে ম্যাচের ১১ মিনিটেই স্পেনকে এগিয়ে দেন দানি ওলমো। ২১ মিনিটে ব্যবধা বাড়ান মার্কো আসেনসিও।এরপর ৩১তম মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করেন ফেরান তোরেস। বিরতির পর ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-০ করেন তোরেস।
৭৪ মিনিটে গাভীর সৌজন্যে পঞ্চম গোলটি পায় স্পেন। তাদের গোল উৎসব যেন থামছিলই না। শেষ মিনিটে গোলের সংখ্যা হাফ ডজন পূর্ণ করেন কার্লোস সোলের। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আলভারো মোরাতা।শেষ বাঁশি বাঁজার ঠিক আগ মুহূর্তে গোলের দেখা পান কার্লোস সোলার। খেলা অতিরিক্ত সময়ে গড়ানোর পরও থামেনি গোল উৎসব। আলভারো মোরাটা ৯২ মিনিটে করেছেন সপ্তম গোলটি।
ডিসি৭১/২২/ইয়াছমিন