রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।
মঙ্গলবার প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী রীতি-নীতি অবমাননার মামলায় এ জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
স্থানীয় গণমাধ্যম এআরওয়াই জানিয়েছে, ইমরান খান ও তার দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাকিস্তান নির্বাচন কমিশনের চার সদস্যের বেঞ্চ। এ বেঞ্চের নেতৃত্বে ছিলেন ওই নির্বাচনী সংস্থার সদস্য নিসার দুররানি।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উমরকে ওই মামলায় গ্রেফতার করতে বলা হয়নি। কারণ, আসাদ উমরের আইনজীবী এ বিষয়ে আপিল করেছেন। এখন তার বিরুদ্ধে চলমান মামলাটি ২৫ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।
এই বছরের শুরুতে পাকিস্তান নির্বাচন কমিশন একই ধরনের মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
গত বছরের আগস্টে দেশটির নির্বাচন কর্তৃপক্ষের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা এবং নির্বাচনী সংস্থাকে ক্ষমতাসীন দল ও সরকারের সহযোগী হিসেবে অভিযুক্ত করার পর ইমরান খান ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়।