রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
এই নিয়ে বিজয় দিবসে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ জাতীয় দল। চট্টগ্রামে অনুষ্ঠানরত ম্যাচে ক্রিকেটারদের জার্সির ডানপাশে জ্বলজ্বল করছে লাল-সবুজ পতাকা, যার নীচে লেখা ‘৫১তম বিজয় দিবস’।
বাংলাদেশের জার্সিতে বুকের ডান পাশে সাধারণত থাকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগো। তবে বিজয় দিবসের খেলায় ক্রিকেটাররা মাঠে নামলেন একটু অন্যরকম জার্সিতে।
সারা দেশের মতো বিজয় দিবস উদযাপনে জাতীয় ক্রিকেট দলও শামিল হয়েছে। মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক বিজয়ের ৫১ বছর উপলক্ষে জাতীয় পতাকা সম্বলিত বিশেষ জার্সি গায়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান, লিটন দাসরা।
ম্যাচের বাকি দুই দিন আগের জার্সিতেই ফিরে যাবে বাংলাদেশ। বিজয় দিবসে ম্যাচ চলছে বলে আর তেমন কোনো আনুষ্ঠানিকতা রাখেনি বিসিবি। রাতে টিম হোটেলে অবশ্য দুই দলের জন্য প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে।
এবারের আগে কেবল একবারই বিজয় দিবসে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে ছিল বাংলাদেশ জাতীয় দল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছিল ১৬ ডিসেম্বর।
সেদিন আগে ব্যাট করে ১৯৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১ উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে ক্যারিবিয়ানরা।
২০ বছর পর চট্টগ্রামের আরেক মাঠে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। দিনের শুরুতে আগের দিনের সঙ্গে স্রেফ ১৭ রানে ২ উইকেট হারিয়ে অলআউট হয়েছে তারা। ভারত পেয়েছে ২৫৪ রানের লিড।
চট্টগ্রামে আর আয়োজন না থাকলেও ঢাকায় নিয়মিত আয়োজন চলছে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয়েছে বিজয় দিবস প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ। জাতীয় দল ও আশপাশের ক্রিকেটাররা শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশে ভাগ হয়ে খেলছেন ম্যাচটি।